ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে...
ছাতক সংবাদদাতা:: সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে ছাতকে...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধ সামছুউদ্দিন ও ৩১ ঘন্টা পর ৭ বছরের শিশু নুসরাতের মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ শিশু নুসরাত বেগমের লাশ উদ্ধার করে।
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে সামসুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত সামছুউদ্দিন (৬০) হলেন ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। অপরজন নুসরাত বেগম (৭) কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকা ডুবির ঘটনায় ৭ তলিয়ে যায় পরে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুইজন নিখোঁজ হয়ে যায় রবিবার পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শনিবার সকালে সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকা করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে উপজেলার দারাম হাওরে সাড়ে ১১টায় পৌছালে প্রচণ্ড বাসাত শুরু হয়।
বাসাতের তীব্রতায় এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়। এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৬০ বছর বয়সী বৃদ্ধ সামছুউদ্দিন ও নুসরাত নামের ৭ বছরের এক শিশু নিখোঁজ হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দিনব্যাপী উদ্ধার অভিযান চালায়। তবে শনিবার দিন গিয়ে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে। পরেরদিন রোববার সকাল ১১টায় স্থানীয়দের খবরে হাওর থেকে সামছুউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। এর পর বিকাল ৫টায় শিশু নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়।
এসএ/সিলেট