কুলাউড়ায় দুর্ঘটনায় প্রাণ গেল দুই...
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা...
ছবি সংগৃহীত
র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৫৪ লিটার দেশীয় মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল ভানুগাছ এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-৯ এর সূত্রে জানা যায়, মিহির কর্মকার এর বাড়িতে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থাল তল্লাশী করে তার বসতঘর থেকে ৪টি প্লাস্টিকের কনটেইনার ভর্তি ৫৪ লিটার দেশীয় মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ফুলবাড়ি চা বাগানের রতন কর্মকারের পুত্র মিহির কর্মকার। আইনগত ব্যবস্থাা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট