গার্ডেন টাওয়ার থেকে শর্টগানের রাবার ও লীডবল কার্তুজ উদ্ধার : আটক ২

post-title

ছবি সংগৃহীত

নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে অভিযান পরিচালনা করে শর্টগানের লীডবল কার্তুজ ও  রাবার কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এসময় দু’জনকে আটক করে পুলিশ।

বুধবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোতোয়ালী থানাপুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ২৭ রাউন্ড শর্টগানের লিডবল কার্তুজ ও রাবার কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। আটক মো. এনামুল হক ময়মনসিংহের হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মো. আব্দুল বারেক এর ছেলে।

বর্তমানে তিনি শাহজালাল উপশহরের বি বøকের ২২ নং সড়কের ২৭নং বাসার বাসিন্দা। আর বোরহান উদ্দিন সুনামগঞ্জ জেলার ছাতক থানার হায়দরপুর গ্রামের মৃত আমান উল্লাহ এর  নেছার ছেলে। তিনি বর্তমানে মেন্দিবাগস্ত গার্ডেন টাওয়ারের ৮ম তলার ৪০/৮১ নং বাসার ফ্ল্যাটের বাসিন্দা এবং এই ফ্ল্যাট থেকেই কার্তুজ জব্দ ও তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়েরের পর দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন মহানগর পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


এসএ/সিলেট