গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ক্লিনিকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ সূত্র জানায়, চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট সদর র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তোয়াকুল বাজারে অবস্থিত ‘মায়ের হাসি ক্লিনিক’-এর পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল (প্রায় ১ হাজার ২০০ গ্রাম), পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় ২০০ গ্রাম গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এসব আলামত নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, র‍্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও এয়ারগানসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯, সিলেটের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এসএ/সিলেট