শ্রীমঙ্গলে ট্রলির ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় কর্মরত অবস্থায় মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী শ্রমিক।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে কারখানার ভেতরে মালামাল পরিবহনকারী ট্রলির ধাক্কায় মার্জিয়া বেগম (৪০) নামে এই নারী শ্রমিকের মৃত্যু ঘটে। নিহত মার্জিয়া বেগম ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

কারখানার কর্মকর্তা মো. শাকিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের সময় ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মার্জিয়ার। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী কারখানায় ভাঙচুর চালায়।

ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম আহমেদ বলেন, “নিহত নারী শ্রমিক আমার ওয়ার্ডের বাসিন্দা।

এসএ/সিলেট