ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা...
সুনামগঞ্জের ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান-কে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়।
কেন্দ্রীয় বিএনপির দপ্তর থেকে ইস্যু করা চিঠিতে (সূত্র: বিএনপি/সাধারণ/৭৭/৫৪১/২০২৫) বলা হয়, ইতোপূর্বে তাকে 'দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার এই শাস্তি প্রত্যাহার করে তাকে আবার দলে স্থান দেওয়া হলো এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। আক্তারুজ্জামানকে মূলত ২০২১ সালের ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছিল।
তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে তিনি অবশ্যই দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন। এই সিদ্ধান্তের অনুলিপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আলহাজ্ব জি কে গউছ (সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ), কলিম উদ্দীন আহমেদ মিলন (সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ), মিফতাহ সিদ্দিকী (সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ) এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ১নং সদস্যের নিকট পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আলহাজ্ব মো. আক্তারুজ্জামান এ প্রতিবেদক কে বলেন, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত দীর্ঘদিন পর আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমি আনন্দিত। এখন থেকে নিয়মিত স্থানীয় বিএনপির কার্যক্রমে অংশগ্রহণ করব। অচিরেই দলের সবাইকে নিয়ে বসবো। এতে সকলের সহযোগিতা কামনা করি।
এসএ/সিলেট