খুচরা ডিলার বহাল না থাকলে কৃষি উৎপাদনে সংকট তৈরি হবে— বক্তারা

ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা ডিলার বহালের দাবিতে মানববন্ধন

post-title

ছবি মোঃ তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খুচরা সার বিক্রেতারা উপজেলা চত্বরের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুচরা বিক্রেতারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালার ভিত্তিতে তারা বৈধভাবে লাইসেন্স নিয়ে সার বিক্রি করে আসলেও সম্প্রতি ঘোষিত ২০২৫ সালের সার নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়ায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


সভাপতিত্ব করেন ছাতক উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মোঃ লিল মিয়া আকাশ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালেক মিয়া। এ সময় বক্তব্য রাখেন আব্দুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, অর্থ সম্পাদক সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সদস্য মোজাম্মিল হোসেন,বেলু দাশ, জয়নাল আবেদীন,আবুল কাসেম,রানা মিয়া,সিরাজুল রহমান,বিলাল মিয়া,আব্দুল হামিদ,জহিরুল ইসলাম,চেরাগ আলী,লোকমান হোসেন,কলিম উদ্দিন ও সুন্দর আলী সহ উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।


তারা জানান, খুচরা সার বিতরণ বন্ধ হয়ে গেলে উপজেলা জুড়ে ৭৮ জন ডিলারসহ তাদের পরিবারের সদস্যরা গভীর অনিশ্চয়তায় পড়বেন।


বক্তারা আরও বলেন, খুচরা সার ডিলার বাদ দিলে, কৃষক সঠিক সময়ে সার না পেয়ে ফসল উৎপাদন বিঘ্নিত হবে, স্থানীয় বাজারে কৃষকের সুবিধার্থে বাকিতে সার সংগ্রহের সুযোগ সীমিত হয়ে যাবে এবং একেকটি পরিবারের একমাত্র জীবিকার উৎস নষ্ট হয়ে পড়বে।


তারা জানান, খুচরা সার বিতরণ বন্ধ হয়ে গেলে উপজেলা জুড়ে ৭৮ জন ডিলারসহ তাদের পরিবারের সদস্যরা গভীর অনিশ্চয়তায় পড়বেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে খুচরা বিক্রেতারা উল্লেখ করেন, তারা ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত বিক্রেতা, যারা দীর্ঘ দিন ধরে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে কৃষকদের সার সরবরাহ করে আসছেন। কিন্তু নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়া অন্যায্য ও অযৌক্তিক।


তারা নতুন সার নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান।

টিএ/ছাতক