দোয়ারাবাজারে জেলাপর্যায়ের মেধা যাচাই পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি

৪৯ শিক্ষক-শিক্ষার্থীকে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সংবর্ধনা

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় দোয়ারাবাজার উপজেলার কৃতিত্বপূর্ণ সাফল্য উদযাপন করতে ৪৯ জন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীসহ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, দোয়ারাবাজার থানার এসআই সামছুদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েছ প্রমুখ।

অনুষ্ঠানে জেলাপর্যায়ে সাফল্য অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীসহ উপজেলায় চতুর্থ শ্রেণিতে শ্রেষ্ঠ নির্বাচিত ১ জন, ইউনিয়নভিত্তিক শ্রেষ্ঠ চতুর্থ শ্রেণির ৯ জন ও পঞ্চম শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ১টি, ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত ৯টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিষয়ের ওপর নির্বাচিত ৪ জন শ্রেষ্ঠ শিক্ষকও সংবর্ধিত হন।

এছাড়াও সাম্প্রতিক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দোয়ারাবাজার উপজেলার ১ জন কৃতি বিসিএস ক্যাডারকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।

উপস্থিত অতিথিরা বলেন, এই সংবর্ধনা ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে। শিক্ষক-শিক্ষার্থীদের এই সম্মান দোয়ারাবাজারের শিক্ষাখাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

টিএ/ছাতক