কালনীর ইঞ্জিন বিকল: সিলেটের সঙ্গে ২ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল দুই ঘন্টা বন্ধ ছিলো। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে বলে জানান মনতলা রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান খাদেম।

তিনি বলেন, সকালে প্রায় এক হাজার যাত্রী নিয়ে ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে বেলা ১২টার দিকে আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে যশোরের নোয়াপাড়া স্টেশনে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান আতাউর রহমান খাদেম।

বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে; এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানান এ রেলওয়ে কর্মকর্তা।

এসএ/সিলেট