বিএনপির দুর্গ রক্ষা করতে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত : চাকসু মামুন
নিজস্ব প্রতিবেদক
২৫/১১/২০২৫ ১১:১৫:৪১
সংগৃহীত
সিলেট-৫ আসন হলো বিএনপির দুর্গ। এ দুর্গ রক্ষা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, এ অঞ্চলে বিএনপিকে দূর্বল করার জন্য নানামুখি ষড়যন্ত্র চলছে। এ্সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
সোমবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অলি মিয়া তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা বাহার উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান রফিক চৌধুরী, সাবেক চেয়ারম্যান ডা. মানিক মিয়া, সাবেক চেয়ারম্যান বাহ উদ্দিন চৌধুরী, ওয়েছ আহমদ, মহানগর কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক,বিএনপি নেতা সহকারী অধ্যাপক আবদুল গফুর, ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ছয়েফ আহমদ, সাবেক আহবায়ক কুদ্দুস মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মকবুল মিয়া, কয়সর আহমদ, ফরিদ মিয়া, শামসুল, জসিম, ছাত্রদলনেতা জাহিদ শিকদার, বাবলু প্রমুখ।
দেশের মানুষ এখনও গণভোট বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে...