গোয়াইনঘাটে রাতের আঁধারে কয়েক হাজারো পানের লতি কেটে ফেলেছে দুর্বৃত্তরা

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে শত্রুতা করে দুই খাসিয়া সম্প্রদায়ের ফলায়িত জুমের পান বাগানের প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। কয়েক দিনপর বাজারজাত করলে ঐসব পান থেকে কয়েক লক্ষ টাকার মুনাফা আসতো।

সোমবার দিবাগত রাতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলকায় এ ঘটনা ঘটেছে।  সরেজমিনে দেখা যায়, উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলকার হেডম্যান রিসন কংওয়াং এবং গস্মিন দিখারের বাগানে এ ঘটনা ঘটে।

পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলকায় পাশাপাশি দু'টি জুমে দুইজন খাসিয়া সম্প্রদায় পান চাষ করে দিনাতিপাত করছেন। অল্প কিছুদিনের মধ্যেই তারা এ পান গাছ থেকে পানপাতা তুলে বাজারে বিক্রি করবেন এমনটা আশা ছিলো তাদের। এরই মধ্যে সোমবার দিবাগত-রাত একদল দুর্বৃত্ত তাঁদের সাজানো বাগানের সকল পান গাছের গুড়া কেটে রেখে গেছে। সকালে জুমে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন রিসন এবং গস্মিন দিখার।

এতে কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান ক্ষতিগ্রস্থরা। ক্ষতিগ্রস্ত রিসন কংওয়াং বলেন, আমার বাগানে প্রায় কয়েক হাজারের অধিক পান গাছ কেটে ফেলেছে৷ আমি পুঞ্জির হেডম্যান হওয়ায় কেউ আমার সাথে শত্রুতা করতে পারে। পাশাপাশি আমার সন্তানদের ভবিষ্যত নষ্ট করে ফেলেছে। আমি প্রশাসনের কাছে বিচার এর সুষ্ঠ বিচার চাই। এ বিষয়ে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার উৎসব কর্মকার জানান, প্রতাপপুর এলাকায় দুজন পান চাষির পান বাগানের কয়েক হাজার লতি কে-বা কাহার রাতের আঁধারে কেটে ফেলেছে। এতে পান বাগান মালিকের স্বপ্নকে ধ‚লিসাৎ করে দিয়েছে অত্যান্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



এসএ/সিলেট