সিলেট সীমান্ত দিয়ে ভারত...
সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ও আগের দিন...
ছবি সংগৃহীত
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ছুরিকাহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট বিদ্যানিকেতন স্কুলের পাশে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, তানভীরকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মারুফ আহমেদ আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নং বাসার আনসার আলীর ছেলে।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন তানভীর গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি মদিনা মার্কেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন। এসময় অতর্কিতভাবে ১০-১৫ জন সেই অটোরিকশাটিকে ঘিরে ধরে এবং চালককে বের করে দিয়ে তার বাম পায়ে দু’টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের ছবি ও নাম পরিচয় পুলিশকে দেয়া হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্থ করেছেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
এদিকে, ঘটনার ৩ ঘন্টা পর রাত আড়াইটার গ্রেফতার করা হয় মারুফকে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. সাইফুল ইসলাম।
এসএ/সিলেট