২৪ জুলাই হবিগঞ্জ আসছেন এনসিপির...
হবিগঞ্জে এনসিপি’র পদযাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শহরের আমিরচাঁন কমপ্লেক্সের স্কাই কিং রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন...
ছবি সংগৃহীত
জুলাই পদযাত্রার অংশ হিসেবে হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই সমাবেশ হয়।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম শুরু করেছি তা এখনও শেষ হয়নি। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এখনও পাইনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। আমাদেরকে জনগণের জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কোন বিচার বর্হিভূত হত্যাকান্ড এই দেশে সংঘটিত হবে না। একইভাবে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। হবিগঞ্জের স্বাস্থ্যখাত সম্পর্কে আমরা জানি। সামান্য কিছু হলেই এই জেলার মানুষকে ঢাকা কিংবা সিলেটে দৌড়াতে হয়।
আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে যে চিকিৎসাখাতে সকল অব্যবস্থাপনা দূর করে সিন্ডিকেট ভেঙে দিয়ে সমঅধিকার থাকবে। আমাদের সীমান্তে যে হত্যাকান্ড সৎঘটিত হচ্ছে এবং পুশইন করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গাড়ি বহর নিয়ে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজে এসে অবস্থান নেন এনসিপির নেতৃনবৃন্দ। সেখানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় করেন তারা। পরে সার্কিট হাউজ থেকে বিকেল সাড়ে ৫টায় পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা গিয়ে সামাবেশের মাধ্যমে শেষ হয় সাইফুর রহমান টাউন হলে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।
এসএ/সিলেট