ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের...
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকা উত্তরার মাইলস্টোন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ অনেক মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায়...
ছবি সংগৃহিত
কানাইঘাট উপজেলায় মোবাইল কোর্টের অভিযান জোরদার করা হয়েছে। গত ২ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার কানাইঘাট বাজার ও সড়কের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ জরিমানা আদায় করেন।
জানা যায়, গত সোমবার একজন ভোক্তার কাছ থেকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার সড়কের বাজারে নিউ পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পোঁকা যুক্ত বাসি মাংস দিয়ে খাবার বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে হোটেল কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি অপর একটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশ ও বিশুদ্ধ পানি না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
অপরদিকে, মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বিএসটিআই কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট ওজন পরিমাপক যন্ত্র যাছাইয়ের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি ফল, সবজি, মাংস, জুয়েলারি ও মিষ্টির দোকানে ওজন মাপার যন্ত্র সঠিক না থাকায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসএ/সিলেট