কানাইঘাটে মোবাইল কোর্টের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

post-title

ছবি সংগৃহিত

কানাইঘাট পৌরসভার বাজারে মোবাইল কোর্টের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও বিএসটিআই প্রতিনিধির নেতৃত্বে কানাইঘাট বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে মাংস, ফল, মিষ্টি, সবজি, জুয়েলার্সের দোকানগুলোতে অভিযান চালিয়ে ব্যবহৃত ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। এ সময় ওজন পরিমাপক যন্ত্রে ত্রুটি থাকায় ছয়টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮ অনুযায়ী অর্থদন্ড প্রদান করা হয়।


এসএ/সিলেট