শাহপরাণ এলাকায় পিকআপ ভর্তি ভারতীয় জিরা ও এলাচসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) এলাকায় ২৫ লাখ ৮৫ হাজার টাকার মালামালসহ একজন গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

এ সময় ভারতীয় চোরাচালানের অভিযান পরিচালনা করে তার কাছ থেকে একটি পিকআপ ভ্যান, ভারতীয় জিরা ও এলাচ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭  জুলাই) সকাল ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. দারা মিয়া গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের আব্দুল বারিকের ছেলে।
জানা যায়,  বৃহস্পতিবার (১৭  জুলাই) সকাল ৮টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া মুসলিম স্কুলের পাশে, ইসলাম ব্রাদার্সের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় জিরা ও এলাচ জব্দ করা হয় এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত নীল-হলুদ রঙের একটি পিকআপ ভ্যান (রেজি নং: ঢাকা মেট্রো-ন-১২-০৮৯২, চেসিস নং: MAT374441NSR14055, ইঞ্জিন নং: 497SP27GXX620264) আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ভারতীয় অবৈধ জিরা ৩২ বস্তা, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। ভারতীয় অবৈধ এলাচ ৬৫ প্যাকেট, যার আনুমানিক  মূল্য ১৬ লাখ ২৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য ২৫ লাখ ৮৫ হাজার টাকা।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (১৭  জুলাই) সকাল ৮টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাকারবারি একজনকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-০৬, ধারা-২৫বি (১) (বি)/২৫ডি স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ ধারায় মামলা রুজু করা হয় । আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এসএ/সিলেট