সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাত দলের...
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতদের বাঁধা রশির ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো ২ জন গুরুতর আহত হয়েছেন।...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট থানাধীন গোয়াইনঘাট-রাধানগর সড়কে একটি প্রাইভেটকার থেকে বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে।
পুলিশ সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৬টায় থানার এসআই জহুর লাল দত্ত, এসআই জয়ন্ত তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাধানগর সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালায়।
এ সময় গোয়াইনঘাট গামী একটি নেভি-ব্লু রংয়ের প্রাইভেট কার থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ ১২নং সদর ইউনিয়নের ছোটখেল গ্রামের মৃত জালাল উদ্দীন'র ছেলে জুবায়ের আহমেদকে আটক করে থানা পুলিশ।
উদ্ধারকৃত মদের চালানটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে ব্যবসায়ীক উদ্দেশ্যে সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য প্রাইভেট কার যোগে নিয়ে যাচ্ছিলো ব্যবসায়ী জুবায়ের আহমদ ।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের সাথে জড়িত অপরাধ ও অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারের জন্য জেলা পুলিশের পাশাপাশি গোয়াইনঘাট থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এসএ/সিলেট