ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে সোহেল হত্যা মামলার চার আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় পৃথক অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন নকলা ও ভারই এলাকায় র্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জকিগঞ্জ থানার সমসখানি গ্রামের মফুর আলীর ছেলে জাকির আহমদ, এহিয়া আহমদ, জাবের আহমদ ও জাকির আহমদের ছেলে শান্ত আহমদ।
র্যাব জানায়, জকিগঞ্জের সমসখানি গ্রামের সোহেল আহমদ হত্যাকান্ডের ঘটনায় গত ৯ জুলাই থানায় মামলা হয়। এরপর র্যাব আসামীদের ধরতে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যায়।
তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার নকলায় অভিয়ান চালিয়ে জাকির আহমদ ও এহিয়া আহমদকে গ্রেফতার করা হয়। পরে একই থানার ভারই এলাকা থেকে জাবের আহমদ ও শান্ত আহমদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
উল্লেখ্য, সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার টাকা-পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় সোহেল আহমদ (৩৫) নিহত হন। নিহত সুহেল আহমদ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সমসখানি (খালপার) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
প্রায় এক সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে মারা যান সোহেল আহমদ।
এসএ/সিলেট