ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
ছবি সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ১০ ও ১১ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়াও সিলেটন নগরীতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি উদ্ধার করা হয়। সবমিলিয়ে অভিযানে জব্দকৃত চোরাচালানী পণ্যের সিজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে নগরীর কাজিরবাজার অভিযান চালায় সেনাবাহিনীর একদল সদস্য। তাদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন শাহরিয়ার নজরুল শাওন।
এসময় কাজিরবাজারের মেসার্স এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ১৫৭ বস্তা অবৈধ সুপারি জব্দ করা হয় যার বাজারমূল্য ১৩ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। মেসার্স আজিজুর রহমান এন্ড ব্রাদার্স থেকে ১৪২ বস্তা সুপারী যার বাজারমুল্য ১০ লাখ ৪৯ হাজার ৪০০টাকা ও মেসার্স কয়েস এন্ড ব্রাদার্স থেকে ৩০৮ বস্তা সুপারী যার বাজারমূল্য ২০ লাখ ২ হাজার টাকা, জব্দ করা হয়।জেব্দকৃত মোট ৬০৭ বস্তা সুপারীর বাজারমূল্য ৪৩ লাখ ৬১ হাজার ১৫০ টাকা। পরে জব্দকৃত সুপারীগুলো ভোর সাড়ে ৪টার দিকে ৪৮ বিজিবির নায়েব সুবেদার মো. হযরত আলীর নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন অভিযানে উপস্থিত থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সজিব। এসময় রাজস্ব কর্মকর্তা শেখ সোহেলও উপস্থিত ছিলেন।
৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট