শাবির আবাসিক হলে পূবালী ব্যাংকের চেক হস্তান্তর

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে পূবালী ব্যাংক পিএলসির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় তিনটি ফ্রিজ ক্রয়ের জন্য মোট ১ লক্ষ ৮২ হাজার ১৬ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর উপলক্ষে বৃহস্পতিব (১০ জুলাই) সকাল ১০টায় হল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া এবং পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও সিলেট (পশ্চিম) অঞ্চল প্রধান মো. মোসায়েদ উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, সহকারী প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. তাজমুন্নাহার, প্রভাষক শিমলা আক্তার, পূবালী ব্যাংক পিএলসি পাঠানটুলা শাখার ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাশ এবং দরগাহ গেট শাখার এসপিও বিনায়ক চক্রবর্তী।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে শাবিপ্রবির শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন ধরে সহযোগিতা প্রদান করে আসছে।

এসএ/সিলেট