ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
ছবি সংগৃহীত
সিলেটে ডিজিটাল প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। দোকানে ঢুকে কৌশলে পিন নাম্বার হাতিয়ে নিয়ে লুটে নিতো এজেন্টদের টাকা।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের পুত্র মো. ওসমান গনি এবং ৬নং ওয়ার্ডের সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহাম্মদ।
জানা যায়, সারা দেশে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা মহানগর গোয়েন্দা বিভাগকে প্রতারণা দমন কার্যক্রমে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা বিভাগ তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান শুরু করে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে দোকানদারের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে নেয়। এরপর ওই পিন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় ভুক্তভোগী মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ এবং শাহজালাল গেইটের ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানান, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০ হাজার এবং ৪৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বুধবার (৯ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় জব্দ করা হয়েছে, ১টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি অনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা এবং ১২টি মোবাইল ফোন সিম।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট