শাবিতে ‘অন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন লীগ’ উদ্বোধন

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে অন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন লীগের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ৯ জুলাই) দুপুরে নতুন সামাজিক বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় সমাজকর্ম বিভাগে চ্যাম্পিয়ন লীগের উদ্বোধন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহম্মদ মিজানুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, অধ্যাপক ফখরুল আলম ও অধ্যাপক আবুল কাশেম।

জানা যায়, টুর্নামেন্টটি আগামী ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এবছর টুর্নামেন্টটির আয়োজন করেছেন সমাজকর্ম বিভাগের ২৮তম ব্যাচ এর শিক্ষার্থীরা।

এতে মোট চারটি দল অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। চারটি দলের মধ্যে রয়েছে ‘লিজেন্ডস অব সোশ্যাল ওয়ার্ক’, ‘এফসি ফ্যালকন’, ‘এফসি ড্রিম ক্রোশারস’, ‘টিম এভেঞ্জার্স’ ও ‘ওলভস’।

চ্যাম্পিয়ন লীগের ট্রফি উন্মোচন শেষে বিভাগের শিক্ষকবৃন্দ বলেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি শিক্ষার্থীদেরকে পড়ালেখায় আগ্রহী করে তোলে এবং মাদক থেকে দূরে রাখতে সহযোগিতা করে।’

শিক্ষকরা আরও বলেন, ‘খেলার নিয়মশৃঙ্খলা মেনেই সবাই খেলাধুলা করবে। খেলতে গিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে।’



এসএ/সিলেট