সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ‎ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা

post-title

ছবি সংগৃহীত

‎বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১১ টায় নগরীর শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

‎বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ সভাপতি মো. কামাল উদ্দিন আহমদ, সাবেক সহ সভাপতি সাজুওয়ান আহমদ, প্রফেসর সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, কার্যকরি কমিটির সদস্য ফরহাদ আলী ইমন, এ কে এম মনোয়ার আহমদ, ইফতেখার আহমেদ, এডভোকেট নাদিম রহমান, সঞ্জয় দাস, আখতারুল ইসলাম, জামেদ আহমদ, সাব্বির আহমদ, লোকমান আহমদ প্রমুখ।

‎সভায় কেন্দ্রীয় নির্বাচন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে মত প্রত্যয় ব্যক্ত করেন ও নিজের মহা মূল্যবান আমানত ভোট দিয়ে সৎ ও আদর্শবান প্রার্থীকে বিজয়ী করে সংগঠনকে এগিয়ে নেওয়ার এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মত প্রকাশ করেন। সভায় সিএনজি পাম্পগুলোর সকল সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

‎বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ এর সভাপতি সংক্ষিপ্ত সফরে বিদেশ গমন উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ কামাল উদ্দিন।

এসএ/সিলেট