গোলাপগঞ্জে হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

চিকিৎসাকে ব্যবসার উর্ধ্বে উঠে সেবা হিসেবে বিবেচনা করতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

post-title

ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, চিকিৎসাকে ব্যবসার উর্ধ্বে উঠে সেবা হিসেবে বিবেচনা করলে মানুষ উপকৃত হবে। আমাদের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিক একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সেবার মান ঠিক রাখতে পারলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্লিনিক একদিন সিলেটের সেরা হাসপাতালে পরিনত হতে পারে।

তিনি শুক্রবার (৪ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী এলাকায় হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদুর রহমান আবিদের সভাপতিত্বে, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী জাবেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল সহ-সভাপতি সাহাব উদ্দিন ছয়াব, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমদ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শিপু আহমদ, জামাল আহমদ ও যুবদল নেতা এম এ কাদির প্রমুখ।


এসএ/সিলেট