সিলেটে পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালিত

post-title

ছবি সংগৃহীত

সিলেটে শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে জেলার সর্বত্র ৪৮ ঘন্টারপণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেটের সব পাথর কোয়ারি চালু করা, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, সিলেট জেলার সকল মালিক-শ্রমিক এক হয়ে ধর্মঘটে নেমেছেন। সর্বাত্মভাবেই ধর্মঘট পালিত হচ্ছে।

তিনি বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি পুরণ না হলে সোমবার থেকে সকল পরিবহন ধর্মঘট কর্মসূচী শুরু হবে।

জানা যায়, আন্দোলনকারীদের দাবির মধ্যে অন্যতম ছিলা সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। তবে শেষ মূহূর্তে এই দাবি থেকে সরে এসেছেন তারা। দাবিনামায় পরিবর্তন করে বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া।

এরআগে গত বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।



এসএ/সিলেট