ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমাদের এই তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএ/সিলেট