হবিগঞ্জে ১ হাজার ৮৮০ বোতল...
হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর এলাকায় বালু বোঝাই ট্রাক থেকে ১৮৮০ বোতল বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। শুক্রবার (১১ জুলাই) ভোরের দিকে এ...
ফাইল ছবি
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ২ জনের মৃত্যু হয়েছে। এসময় অন্তত আরও ৪জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ারা বেগম নামে এক নারী যাত্রী। তার বাড়ি পাবনা জেলায়। আর চালক নাঈম আহমদ জয় (২৭) সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব। তিনি জানান, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন। এরমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং বাকি যাত্রীরা আহত। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট বাণী ডেস্ক