দক্ষিণ সুরমার তিতাস হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানাপুলিশ। দক্ষিণ সুরমা থানায় পুলিশ রবিবার দিবাগত রাত ২টায় হোটেলটিতে অভিযান চালায়।

এসময় হোটেলের বিভিন্ন কক্ষে নারী ও পুরুষদের অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় পায়। অনৈতিক কাজের অভিযোগে হোটেল থেকে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলো- জুনেদ মিয়া, আরিফুর রহমান, রিয়াদ, চমক আলী, সমর আলী, শাহআলম, রুপা বেগম, রিয়া আক্তার, জান্নাত ও সুমা আক্তার সুমি।

পুলিশ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মানবপাচার আইনে মামলা হবে।

এসএ/সিলেট