ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি...
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথের কুখ্যাত মাদকব্যবসায়ী তবারক আলীকে এবার তাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (৩০ জুন) ভোরে সেনাবাহিনীর একটি টিম উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার ঘর থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র জব্দ করা হয়। তবারক আলী পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি। আগেও একাধিকবার তিনি আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।
কিন্তু তাকে দমানো যায়নি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ থেকে। পুলিশ সূত্র জানায়, তবারক আলী ৩টি মাদক মামলাসহ, নারী হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাইয়ের মোট ১৬টি মামলার আসামি।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায় জড়িয়ে তবারক আলী অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শুধু বিশ্বনাথই নয়, তিনি দেশের বিভিন্ন স্থানে তিনি ছড়িয়ে দেন ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য। বিভিন্ন স্থানে তিনি ‘ইয়াবা সুমন’ নামেও পরিচিত।
অভিযানের সময় দা বটি ৪ টি, চাপাতি ৫ টি, দা ৩ টি, বড় ছুড়ি ১ টি, ছোট ছুরি ১৪ টি, মোবাইল অ্যান্ড্রয়েড ২ টি, মোবাইল বাটন ২ টি, চেক বই মোট ১৬ টি, মোবাইল সিম ১২ টি, ডেবিট কার্ড ৩ টি, নগদ টাকা ২ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন- সেনাবাহিনীর তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। একটি মামলায় ওই তবারক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এছাড়া আরও একটি মারামারির মামলায় এজহারভুক্ত। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট