নতুন আবেদনকারীদের প্রযোজ্য হবে কর্মী ভিসা ফি: হোয়াইট হাউস

post-title

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা (এইচ-১বি) আবেদনের ওপর এক লাখ ডলারের এককালীন ফি কার্যকর হচ্ছে। এই ফি কেবল নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে, যারা পরবর্তী লটারি পর্বে অংশ নেবেন। বর্তমানে বৈধ এইচ-১বি ভিসাধারী এবং যারা ভিসা নবায়ন করতে চান, তাদের জন্য এই ফি প্রযোজ্য হবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। রয়টার্স এই খবরটি প্রকাশ করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, 'এটা বার্ষিক ফি নয়, এটা এককালীন ফি, যা কেবল ভিসার আবেদনপত্রের জন্য প্রযোজ্য।' তিনি আরও স্পষ্ট করে বলেন যে, বর্তমান এইচ-১বি ভিসাধারীরা, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদের দেশে আবার প্রবেশের জন্য এই এক লাখ ডলার ফি দিতে হবে না। এর আগে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই ফি-কে বার্ষিক হিসেবে উল্লেখ করলেও পরে তার বক্তব্য সংশোধন করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর মাইক্রোসফট, জে পি মরগান, অ্যামাজনসহ বেশ কিছু বড় প্রতিষ্ঠান তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের অভ্যন্তরীণ ই-মেইলে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরামর্শ দিয়েছে। গোল্ডম্যান স্যাকসের একটি অভ্যন্তরীণ নোটে কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছিল। তবে হোয়াইট হাউসের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এইচ-১বি ভিসাধারীরা আগের মতোই স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র ত্যাগ ও প্রবেশ করতে পারবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, এই ফি আরোপের মূল উদ্দেশ্য হলো মার্কিন কর্মীদের জন্য একটি সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। তাদের মতে, মার্কিন কর্মীদের জায়গায় 'কম মজুরি দিয়ে বিদেশি শ্রমিক' নিয়োগ দেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের নোট অনুযায়ী, ২০০৩ অর্থবছরে যেখানে যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসাধারী আইটি কর্মীদের উপস্থিতি ছিল ৩২ শতাংশ, তা গত কয়েক বছরে বেড়ে ৬৫ শতাংশে দাঁড়িয়েছে।

নতুন নিয়মানুযায়ী, এক লাখ ডলার ফি ধার্য করা হলেও জাতীয় স্বার্থে ক্ষেত্রবিশেষে এই ফি ছাড়াই এইচ-১বি ভিসার আবেদন গ্রহণ করা হবে। শ্রম ও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরকে এই ভিসাসংক্রান্ত বিষয়গুলো যাচাই, বিধিমালা কার্যকর করা, নিরীক্ষা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যৌথ নির্দেশিকা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, শ্রমমন্ত্রীকে 'এইচ-১বি প্রকল্পে প্রস্তাবিত মজুরি স্তর পুনর্বিবেচনা' এবং 'উচ্চ দক্ষ, উচ্চ মজুরির এইচ-১বি কর্মীদের অগ্রাধিকার দেওয়ার' জন্য বিধি প্রণয়নের কাজ শুরু করতে বলা হয়েছে। ভারতের আইটি শিল্প সংগঠন ন্যাসকম এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছে যে, এটি ভারতীয় প্রযুক্তি সেবাদানকারী কোম্পানিগুলোর বৈশ্বিক কার্যক্রম ব্যাহত করতে পারে।

সূত্র: রয়টার্স

এসএ/সিলেট