হবিগঞ্জে আন্তঃবিভাগীয় গাড়ির চোর চক্রের হোতা ‘চশমা তারেক’ আটক

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জ শহর থেকে আন্তঃবিভাগীয় গাড়ির চোর চক্রের অন্যতম হোতা তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সিনেমাহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোপর্দ করা হয় হবিগঞ্জ সদর মডেল থানায়। গ্রেফতারকৃত তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার রহমান আলীর পুত্র।

পুলিশ জানায়, তারেক বহু অপকর্মের হোতা। তার বিরুদ্ধে ভারতীয় চোরাচালান পণ্য, গাড়ি চোরা চালানসহ অনেক অভিযোগ রয়েছে। ইতিপুর্বেও সে চোরাই প্রাইভেটকার চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার ডিবি পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে।

আইনের ফাঁকফোকরে জামিনে বেরিয়ে এসে আবারো সে একই অপরাধে জড়িয়ে পড়ছে। পুরো দেশজুড়ে ‘চশমা তারেকে’র রয়েছে বিশাল গাড়ি চোর চক্রের সিন্ডিকেট।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তারেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সে বৈষম্যবিরোধী একটি মামলার আসামী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/সিলেট