শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেল মৌলভীবাজার জেলা পুলিশ

post-title

ছবি সংগৃহিত

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জুলাই মাসের সামগ্রিক পারফরম্যান্সে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি অর্জন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

জানা গেছে, মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লু-লেস মামলা উদঘাটন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতেই মৌলভীবাজার জেলা পুলিশকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

এসএ/সিলেট