কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ : যুবক আটক

post-title

ছবি সংগৃহিত

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (১৫ সেপ্টেম্বর) নির্যাতিতার পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত রামপ্রসাদ পাশি (২০)  মাধবপুর ইউনিয়নের শ্রীগোন্দিপুর চা বাগানের নতুন লাইন এলাকার রামদরস পাশির ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মা বাবার অনুপস্থিতে প্রতিবেশী কিশোরী (১৩) কে ঘরে একা পেয়ে শ্রীগোবিন্দপুর চা বাগানের রামদরস পাশির বখাটে ছেলে রামপ্রসাদ পাশি (২০) তাকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে দিপিকার পড়নের ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় দিপিকা রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়ে। ধর্ষণ শেষে অচেতন হওয়া দিপিকাকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে ফেলে রেখে বখাটে রামপ্রসাদ পালিয়ে যায়।

পরে ঘটনার ৪ দিন পর এসআই রনি তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান করে মাধবপুর ইউনিয়নের শ্রীগোন্দিপুর চা বাগানের নতুন লাইন এলাকার রামদরস পাশির ছেলে প্রধান আসামী ধর্ষক রামপ্রসাদ পাশিকে গ্রেফতার করছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং- ১৩, তাং ১৬/০৯/২০২৫ ইং, ধারাঃ ২০০০ সালের (সংশো/০৩) ৯(১) মামলা রুজু করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কিশোরী ধর্ষণের অভিযোগের পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসএ/সিলেট