দক্ষিণ সুরমায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

post-title

ছবি সংগৃহিত

সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেলের সাথে বেপরোয়া ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সফিকুর রহমান সিলেট জেলার গোলাপগঞ্জের পালপাড়া গ্রামের মৃত ফাতির আলীর ছেলে।

জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিকে একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে সাথে সাথেই ছিটকে পড়েন সফিক। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকের চালক বা হেল্পারকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেল ও ট্রাকটি বর্তমানে দক্ষিণ সুরমা থানাপুলিশের হেফাজতের রয়েছে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।
 

এসএ/সিলেট