সিলেট সীমান্ত দিয়ে ভারত...
সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ও আগের দিন...
ছবি সংগৃহিত
সিলেটে এসএ পরিবহনের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত মালপত্র। সোমবার ওই ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ওসমানীনগর থানার রবিদাস গ্রামের শানুর শাহ, মাটিহানী গ্রামের রলেক মিয়া ও একই গ্রামের দিলশাদ আহমেদ রাজু, ভাড়েরার আবদুল মজিদ, ফতেহপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ ও মোগলাবাজার থানার সাইদুর রহমান সাদী।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ডাকাতি করে মালপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে রবিবার রাতেই লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল- ১৯ বস্তা জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮ পিস শাড়ী, ১২০০ পিস স্ক্রিন কেয়ার ক্রিম, ১ বস্তা চাল ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি।
এসএ/সিলেট