হবিগঞ্জে হেলথ কেয়ার হাসপাতাল সিলগালা...
লাইসেন্স না থাকায় হবিগঞ্জ শহরে হেলথ কেয়ার হাসপাতালকে সিলগালা এবং লাইসেন্স নবায়ন না থাকায় আল রাফি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা...
ছবি সংগৃহিত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তফছির মিয়া গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) শিবপাশার সবুজগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তফছির মিয়া শিবপাশা গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ ও শিবপাশা ফাঁড়ি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাকে শিবপাশার সবুজগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২৩ বছর আগে শিবপাশা গ্রামের আব্দুল হামিদ মিয়ার শিশু পুত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বানিয়াচং থানা পুলিশ শিবপাশা ফাঁড়ি পুলিশের সহায়তায় তফছির মিয়াকে গ্রেফতার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
এসএ/সিলেট