সিলেট সীমান্ত দিয়ে ভারত...
সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ও আগের দিন...
ছবি সংগৃহিত
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, দেশে কিছুতেই মামলার জট কমছেনা। মামলার পেছনে ছুটে জীবন যৌবন শেষ করে দিচ্ছে মানুষ। আর এতে করে বাড়ছে মানসিক যন্ত্রণা। ফলে শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষ।
তিনি রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, মনে রাখতে হবে গ্রাম আদালতে সহজেই বিরোধ নিষ্পত্তি হয়। তাই সাধারণ মানুষকে গ্রাম আদালতে যেতে উদ্বুদ্ধ করতে হবে। বেশি করে গ্রাম আদালতের প্রচার চালাতে হবে। যাতে মানুষ কোর্টে না গিয়ে গ্রাম আদালতে যায়।
তিনি বলেন, এতে করে খরছ ও সময় বাঁচবে। মানুষের জীবনে প্রশান্তি আসবে। নিজ নিজ অবস্থান থেকে গ্রাম আদালতে প্রচারণা চালাতে তিনি সকলের প্রতি আহŸান জানান। স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থামূহের ভূমিকা বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।
সভায় আরো বক্তব্য দেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা বিশ্বেশ্বর সিংহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শাহিনা আখতার, দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, পুলিশ পরিদর্শক শাহ মোহাম্মদ মুবাশ্বির, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান, এফআইভিডিবির সমন্বয়ক আজিম উদ্দিন, ব্র্যাকের চেয়ারম্যান কয়েস আহমদ, এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিগণ।
এসএ/সিলেট