টাঙ্গুয়ার হাওরে ৩ পাখি শিকারিকে কারাদণ্ড

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে তিন পরিযায়ী পাখি শিকারিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার অংশের জলাভূমিতে পাখি শিকারের সময় বিষটোপ, ফাঁদ ও পাখি শিকারের সরঞ্জামসহ তিন শিকারিকে হাতেনাতে আটক করে টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত আনসার সদস্য ও স্থানীয় কমিউনিটি প্রতিনিধিরা।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মইয়াজুড়ি গ্রামের রফিক মিয়া, একই গ্রামের কাইয়ুম মিয়া ও মান্দিয়াতা গ্রামের হারুন মিয়া।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে টাঙ্গুয়ার হাওরের গভীর জলাভূমিতে নিয়মিত টহল চলাকালে গোলাবাড়ি ও রামসিংহপুর আনসার ক্যাম্পের যৌথ অভিযানে ওই তিন শিকারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাখি শিকারিরা স্বীকার করেছে, অর্থের লোভে নিয়মিত পরিযায়ী পাখি শিকার করে তারা বাজারে বিক্রি করতেন।

গোলাবাড়ি আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএও) মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ প্রতিবেশ রক্ষায় এবং পরিযায়ী পাখিদের নিরাপদ রাখতে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আজ তিনজন পরিযায়ী পাখি শিকারিকে আটক করে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা স্থানীয়দেরকে সচেতন করছি।

এসএ/সিলেট