মুক্তাদির ও এমরান চৌধুরীর সমর্থনে...
ধানের শীষের প্রার্থী সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে...
ছবি সংগৃহীত
লাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন , ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান।
ট্রাস্টের সভাপতি গুলজার আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক ফারহান মাসউদের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষক বিধান পাল, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক সাজ্জাদুর রহমান, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাওসুফা জান্নাত মাসুফা, নবম শ্রেণির শিক্ষার্থী জহুরা সিদ্দিকা, গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আমিনা ইসলাম লীপা, নবম শ্রেণির শিক্ষার্থী তাইবা জান্নাত। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল মুমিন মুশকুর।
এসময় ২০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য ২০২২ সাল থেকে শুরু হওয়া চলমান এই কার্যক্রমের আওতায় প্রতি বছর বিশ জন শিক্ষার্থীকে মাসিক হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় থাকে।
বছরব্যাপী এই শিক্ষাবৃত্তির কার্যক্রম ছাড়াও দুস্থদের আর্থিক সহায়তা ও রোগীদের চিকিৎসাবাবদ অনুদান সহ রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট আর্তমানবতার সেবায় উল্লেখযোগ্য মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে। ট্রাস্টের অধীনে একটি পাঠাগার পরিচালনা করা হয়। এই পাঠাগার থেকে শিক্ষার্থী সহ সহস্রাধিক সদস্য বিনামূল্যে বই নিয়ে পড়ে থাকেন।
এসএ/সিলেট