কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিন ব্যাপি গণসংযোগ-সমাবেশ

ত্রাণ দিয়ে দারিদ্র্যতা বিমোচন করা সম্ভব নয়, কর্মসংস্থানের তৈরী করতে হবে : আরিফুল হক চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, 'দারিদ্রতা দূরীকরণে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। সাময়িক সাহায্য বা ত্রাণ দিয়ে দারিদ্র্যতা বিমোচন করা সম্ভব নয়।

স্বাবলম্বী পরিবার- সমাজ গড়তে হলে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।  যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হলে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, শুধু চাকুরী, বিদেশের পেছনে না ছুটে নিজেদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। একজন উদ্যোক্তা হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

বুধবার (২৮ জানুয়ারী) কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, তেলিখাল, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে  দিন ব্যাপি আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এর পূর্বে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,  কোম্পানীগঞ্জ উপজেলার সাথে নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের দেশের বড় একটি অংশ তরুণ। এই বিপুল সংখ্যক যুবককে অলস বসিয়ে রেখে পরিবার- সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। বেকারত্বের কারণে যুবসমাজ মাদকের মতো ধ্বংসাত্মক পথে পা বাড়াচ্ছে। কর্মসংস্থান শুধু অর্থনৈতিক সচ্ছলতাই আনে না, এটি সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।

আমি নির্বাচিত হলে, তরুণ-যুবকদের  সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোক্তা বৃদ্ধিতে সহযোগিতা করব। বিশেষ করে হালাল ব্যবসার জন্য ফিশারি, পোল্ট্রি ফার্ম, কৃষি খামারের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা নিশ্চিত করব।

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির  উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো: নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ,  মাওলানা আতাউর রহমান, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আলম, ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বজলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

এসএ/সিলেট