দিরাইয়ে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ...
সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল...
হিন্দু ও অমুসলিম জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি
তাজিদুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টা ৩০ মিনিটে ছাতক উপজেলা নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহ সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতকের প্রধান সমন্বয়ক ও জেলা সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাও আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা আব্দুল কালাম আজাদ এবং নির্বাচন পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফিজ কামরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাতক পৌর সভাপতি মাও জহির আহমদ, সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার, দোয়ারা বাজার সভাপতি মাওলানা মইনুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন সাইদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই ও মাওলানা সালেহ আহমদ, সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন নাজিম বিন হক, ইয়াহিয়া খান মাহবুব, নুর আহমদ মাসুম, তোফায়েল আহমদ, ইমাম উদ্দিন মামুন, ইমায়ের ইসলাম তাজুল, হাফিজ সিদ্দিক আহমদ, মোঃ শাহ আলম, মাওলানা ফয়জুল ইসলাম তালুকদার, মাও আইন উদ্দিন সুজন, আমির আলী, মাওলানা আব্দুল হাফিজ, মাও শাহিন আহমদ, মাওলানা লোকমান আহমদসহ আরও প্রমূখ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে পরিচয় পর্বে জানানো হয়, হাফিজ আব্দুল কাদির ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মাস্টার হাজী ইলিয়াস আলীর ছেলে।
লিখিত বক্তব্যে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদির বলেন, “আল্লাহর নির্দেশিত ও রাসুল সা. এর দেখানো পথে খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজকে দ্বীনের পথে পরিচালনা করতে চাই।” তিনি আরও বলেন, “হিন্দু ও অমুসলিম জনগোষ্টীর অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি তাদের আর্থিক, সামাজিক ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বাত্মক সহযোগিতা করতে চাই।”
তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
টিএ/ছাতক