দক্ষিণ সুরমা ভারতীয় মালামালসহ গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমা থানার সামনা থেকে ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে মহানগর পুলিশের মিডিয়া সেল বিষযটি নিশ্চিত করেছে। তারা জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চালাকালে চোরাই পণ্যসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া আক্তার হোসেন কুমিল্লার চান্দিনা থানার দলপাড়া ফজলু মেম্বারের বাড়ীর নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল এলাকার বাসিন্দা।

জানা যায়, একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আক্তার হোসেনের হেফাজত থেকে ১৫৮০ পিস নেসলে কিটক্যাট চকোলেট, ৪০ প্যাকেট কাভেরি মেহেদি, ৭২ প্যাকেট সিসা আয়ুর্বেদিক তৈল, ১৫পিস ভারতীয় কম্বল, ২০ কেজি ভারতীয় জিরাসহ মোট ১ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২৪/২৫/০১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপদ করার প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেছন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশানার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট