জকিগঞ্জ-কানাইঘাটকে বাংলাদেশের মডেল এলাকায় রুপান্তর করা হবে : চাকসু মামুন
নিজস্ব প্রতিবেদক
২৫/০১/২০২৬ ১০:০০:৩৬
সংগৃহীত
'উন্নয়ন বঞ্চিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে বাংলাদেশের মডেল এলাকায় রুপান্তর করার ঘোষণা দিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।' তিনি বলেন, ভোট হলো একটি পবিত্র আমানত। জনগণ তাদের সেই পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করলে এই অঞ্চলে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে। সবার সহযোগিতা নিয়ে উন্নয়ন, শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের মডেল এলাকা হিসেবে করত চাই।
রবিবার বিকেলে জকিগঞ্জ পৌর শহরে ফুটবল মার্কার সমর্থনে মিছিল পরবর্তী পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন।
এর আগে তিনি ফুটবল' মার্কার প্রধান নির্বাচনী কার্যালয় জকিগঞ্জ পৌর শহরে উদ্বোধন করেন।
চাকসু মামুন আরও বলেন, দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আপনাাদের সমর্থন ও সহযোগিতা দরকার।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
পথসভা উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, বিএনপি নেতা কাউন্সিলর শামীম আহমদ, কাউন্সিলর রিপন আহমদ, জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট সাদিক শিকদার প্রমুখ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী-সমর্থককে বিপদে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো মঙ্গলবার। সিলেট বিভাগের ১৯ টি আসনে মোট ২৬ জন প্রার্থী এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।...