জকিগঞ্জ ও কানাইঘাটের উন্নয়নের মার্কা 'ফুটবল' : চাকসু মামুন

post-title

সংগৃহীত

এবারের জাতীয় সংসদ নির্বাচনে অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার উন্নয়নের মার্কা 'ফুটবল' বলে দাবি করেছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও  সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক। এসব সমস্যা সমাধানের জন্য 
আপনাাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। 
শনিবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার পরচক এলাকায় ফুটবল মার্কার সমর্থনে জনসভায় উপরোক্ত কথা গুলো বলেন। 
চাকসু মামুন আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  আপনারা পাশে থাকলে  আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই।  আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই। 
স্থানীয় মুরব্বিরা বক্তব্যে বলেন, চাকসু মামুন একজন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা তাকে  সংসদে দেখতে চাই। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকেঐক্যবদ্ধ হতে হবে। 
স্থানীয় মুরব্বি সাবেক মেম্বার আতাউর রহমান রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুবনেতা রুমান আহমদের পরিচালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি নাজিম উদ্দীন,আতাউস হোসেন সাকিব,  কামরুল হাসান চৌধুরী, ইশতিয়াক আজিম চৌধুরী জনি, আব্দুল কুদ্দুস, আবদুল আহাদ, মাসুম আহমদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক