জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিন ব্যাপি গণসংযোগ-সমাবেশ

ইসলামী মূল্যবোধ বজায় রেখে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে: আরিফুল হক চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে নারীদের উন্নয়ন ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নারীদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পরিবারের অভাব-অনটন দূরীকরনে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ইসলাম নারীকে যথাযোগ্য সম্মান ও অধিকার দিয়েছে। আমাদের মা-বোনদের ঘরের কোনে বন্দি না রেখে ইসলামী মূল্যবোধের গণ্ডির ভেতরে থেকেই তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন, ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়নে দিন ব্যাপি আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন,  নারীরা যদি কারিগরি শিক্ষা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলে, তবে সমাজে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং পরনির্ভরশীলতা দূর হবে, পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে। এতে করে হানাহানি-হিংসা, অশান্তি দূরে হবে, তেমনি পরিবার ও সমাজ-উভয়ই উপকৃত হবে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, নারীদের জন্য নিরাপদ-শান্তির পরিবেশ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে যাতে তাঁরা নিজেরা পরিবারের হাল ধরতে পারেন।  ঘরে বসে ব্যবসা-বাণিজ্যে করতে পারেন এমনকি অনলাইনের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা  নিতে পারেন।

বর্তমান যুগে ঘরে বসে অনলাইন কেনাকাটার পাশাপাশি ব্যবসা পরিচালনা করার সুযোগ রয়েছে। বিশেষ করে নারীরা ঘরে বসে কুটিরশিল্প, বুটিক্স এর কাজ করতে পারেন। দীর্ঘ ১৮বছর পর নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। সুন্দর পরিবেশ বজায় রেখে  নিরাপত্তা দিয়ে সর্বস্তরের মানুষকে ভোটে নিতে হবে। নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে, বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ-সচেতন থাকতে হবে, কোন চক্রান্তে পা দিবেন না।

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ঋণ-বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চিকনাগুল ইউনিয়নের সভাপতি ক্বারী মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মছদ্দর আলী মেম্বার, মাওলানা আব্দুল গণি, বিএনপি নেতা শফিক আহমদ, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছয়ফুদ্দিন, ৮নং ওয়ার্ডের সভাপতি আফতাব আলী, বিএনপি নেতা মাহমুদুর রশীদ, ৫নং ওয়ার্ডের সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সামছুজ্জামান চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

এসএ/সিলেট