বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

post-title

ছবি সংগৃহীত

বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দাসগ্রাম এলাকার মৃত আব্দুল হেকিমের পুত্র মো. সাদিকুল আলম শামীম ও মো. সাদিকুল আলম শামীসের স্ত্রী জোসনা বেগম।

পুলিশ সূত্র জানায়, অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট