দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমা থানা পুলিশ একটি বাস তল্লাশি করে ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারীকে আটক করেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে পিরোজপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

আটক শাহজালাল রহমত উল্লাহ নরসিংদী জেলার মাধবদী থানাধীন মোড়পাড়া কাজীবাড়ি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃত শাহজালাল রহমদ উল্লাহকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।  এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি জানান, পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৬৪ পিস ভারতীয় কম্বল, ১৯ বক্স কিটকেট চকলেট ও ২০ কেজি জিরা জব্দ করে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা।

এসএ/সিলেট