হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জে বিজিবি পৃথক দুইটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও সিরাপ জব্দ করেছে। জব্দকৃত মদ ও সিরাপের সিজার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া বিওপি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার সীমান্তবর্তী জালারপাড় এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে সকাল ৯টার দিকে চা-বাগানের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় একই বিওপি’র আরেকটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রীষ্টানদের কবরস্থান এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২০০ টাকা।

৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান  জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

এসএ/সিলেট