নগরীতে অনলাইন জুয়া খেলার দায়ে আটক ৩

post-title

ছবি সংগৃহিত

নগরীতে প্রকাশ্য স্থানে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কয়েছ মিয়া, মজনু মিয়া এবং কবির হোসেন। তারা তিনজনই জালালাবাদ থানাধীন কুমারগাঁও আবাসিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কুমারগাঁও বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীর ডান পাশে পাকা রাস্তার ওপর প্রকাশ্য স্থানে অভিযান চালায়। এসময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানায় মামলা নম্বর-১২, তারিখ ১৮/১১/২০২৫ খ্রি., সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৭ ধারায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।’

এসএ/সিলেট