নবীগঞ্জে ছুরিকাঘাতে ইমরুল হত্যা : আটক ১

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহতের ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০)।

র‌্যাব জানায়, নিহত ইমরুল মিয়া ছিলেন গত ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় লাশ উদ্ধার হওয়া জাবেদ মিয়া হত্যাকাণ্ডের মূল আসামি। কারাগারে থাকা অবস্থায় তিনি ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এরপর ৭ নভেম্বর জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে রোসেল মিয়া (১৯) তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর শনিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে রোসেল মিয়াকে আটক করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “আগের হত্যাকাণ্ডের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

এসএ/সিলেট